
ফেনী সদরের ফাজিলপুরে বালুবাহী একটি ট্রাকে চট্টগ্রামগামী মেইলের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন।
৫ এপ্রিল, শুক্রবার সকালে মুহুরীগঞ্জ পূবালী নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপনের বালুঘাট থেকে একটি ট্রাক মুহুরীগঞ্জ রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী ট্রেনটি ধাক্কা দেয়। ট্রেনের ইঞ্জিনে বসা তিনজন ও ট্রাকে বসা তিনজন মারা যায়। নিহতরা হলেন, ট্রাকচালক মিজানুর রহমান, সহকারী আবুল খায়ের ও আশিক, ট্রেনের যাত্রী দীন মোহাম্মদ, মোহাম্মদ রিফাত এবং সাজ্জাদ হোসেন।
ট্রাকের তিনজনের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। ট্রেনের তিন যাত্রীর মরদেহ তাদের বন্ধুরা চৌদ্দগ্রামের শাকতলায় পরিবারের কাছে হস্তান্তর করেছেন। সেখানে দাফন করা হয়।
বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বিপুল চন্দ্র দে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে জিআরপির নিকট হস্তান্তর করা হয়েছে।
ফেনী রেলওয়ের পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ট্রাকের চালক মিজান ও খায়ের মরদের মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া আহত আশিক দুপুরে হাসপাতালে মারা গেছেন।
ঢাকা-চট্টগ্রাম রুটে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। তবে ট্রেনের তিনজন যাত্রী নিহতের বিষয়ে কিছুই জানেন না তিনি।
ট্রেনের নিহত যাত্রী সাজ্জাদের পিতা মোহাম্মদ ইয়াছিন বলেন, সেহরি খেয়ে ওরা ১১জন মার্কেটিং করার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে মুহুরীগঞ্জে ট্রেন দুর্ঘটনায় মারা গেছে।
এ ব্যাপারে চৌদ্দগ্রামের চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, শাকতলার ১১জন হাসানপুর স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন। মুহুরীগঞ্জে তারা দুর্ঘটনায় মারা গেলে, তাদের সহযাত্রীরা লাশ বাড়িতে নিয়ে আসেন।
রেলওয়ে পুলিশের চট্টগ্রাম পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, ট্রেনের ধাক্কায় ট্রাকে থাকা তিনজন মৃত্যুর খবর পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখবো।
বিবার্তা/মনির/মাসুম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]