
রাজধানীর গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে দুই বাসের মাঝে চাপা পড়ে মো. সুমন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক বিকেল পৌনে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু সুমন বিভিন্ন বাসে নামাজ শিক্ষার বই হকারি করে বিক্রি করত।
সুমনকে হাসপাতালে নিয়ে আসা কমিউনিটি পুলিশ বাবু জানান, নিহত শিশুটি বিভিন্ন গাড়িতে নামাজ শিক্ষার বই হকারি করে বিক্রি করত। আজ বিকেলের দিকে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে একটি বাস পেছন দিকে ব্যাক করছিল। তখন দুই বাসের মধ্যে চাপে পড়ে গুরুতর আহত হয় ওই শিশুটি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।
তিনি আরও জানান, এই ঘটনায় ঘাতক বাসের চালক পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]