
চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রাউজানে বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
দুর্ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৪ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে রাউজানের চারা বটতল এলাকায় এ ঘটনা ঘটে।
রাউজান হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, দুপুর ১টার দিকে পাহাড়িকা সুপার সার্ভিসের একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশার বাকি চার যাত্রীও। তাদের মধ্যে নিহত শিশুর মা ও অটোরিকশা চালকের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]