
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বগডহর এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
৪ এপ্রিল, বৃহস্পতিবার জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স জনতা ব্রিকস নামে এক ইটভাটাকে ১টি মামলায় ৫,০০,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং একইসাথে আরও ৪টি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ (সংশোধিত ১০১৯) মেনে ভাটা পরিচালার বিষয়ে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী এবং বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
এরূপ কার্যক্রম পরিবেশ অধিদপ্তর কর্তৃক অব্যাহত থাকবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]