সাভারে ৯ ভুয়া সাংবাদিক গ্রেফতার
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ১৩:৩০
সাভারে ৯ ভুয়া সাংবাদিক গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভার, আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ভুয়া সাংবাদিকদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প। অভিযানের অংশ হিসেবে গত এক সপ্তাহে, চাঁদাবাজির সময় আশুলিয়া ও ধামরাইয়ে নয়জন ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে র‌্যাব।


এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন আইপি টিভির বুম, আইডি কার্ড মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।


র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ বলেন, গত এক সপ্তাহ সাঁড়াশি অভিযান পরিচালনা করে চাঁদাবাজির সময় হাতে নাতে নয়জন ভুয়া সাংবাদিককে
গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


এছাড়াও গেল বছর সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীদের ধরতে র‌্যাব ৪৮৫টি অপারেশন করেছে। এসব অপারেশনে মোট ৭৯৮ জন অপরাধীকে গ্রেফতার করেছে তারা। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com