
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চার গোষ্ঠীয় মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ৫০ জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। এঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
৩ এপ্রিল, বুধবার বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
বিজয়নগর থানার ওসি (তদন্ত) হাসান জামিল খান বলেন, বুল্লা গ্রামের চারজন সর্দারের গোষ্ঠীর মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে এই সংঘর্ষ ঘটেছে। কি নিয়ে মূল সংঘর্ষ প্রকৃতভাবে কেউ বলছে না। সংঘর্ষে ৫০ জনের মতো আহত হয়েছে। এই ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরবর্তী সংঘর্ষে এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বিবার্তা/নিয়ামুল/রোমেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]