
ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় কিরণ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
৩ এপ্রিল, বুধবার বেলা ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কিরণ নরসিংদী জেলার বেলাব উপজেলার জলিল মিয়ার ছেলে।
খাটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন মোল্লা জানান, সুহিলপুর এলাকায় সড়কের পাশে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় মুরগী পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয় এবং দুইজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। আহতদের একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে, অপরজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছ।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]