
টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত এস.এ. পরিবহনের কাউন্টার থেকে ১৬ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
২ এপ্রিল, মঙ্গলবার বিকেলে শহরের পূর্ব আদালত পাড়া ঢাকা-টাঙ্গাইল রোডের দক্ষিণ পাশে এস.এ. পরিবহনের কাউন্টার থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব্দ করা হয়।
টাঙ্গাইল সদর থানার এসআই মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সদর থানার এসআই মো. জয়নাল আবেদীন জানান, আমাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে এস.এ.পরিবহনের কাউন্টার থেকে সিগারেটগুলো পাওয়া যায়। এসময় ১৬ বস্তায় ১৬ হাজার প্যাকেট ডারবি ও হলিউড ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭-৮ লাখ টাকা।
তিনি আরো জানান, সিগারেটগুলো গাইবান্ধা ও বগুড়া থেকে এসেছে। গাইবান্ধার শাহেদ নামের একজন পাঠিয়েছে। এই সিগারেটগুলো টাঙ্গাইলের জব্বার নামের একজন রিসিভ করবে। তাদেরকে কল দিলেও তাদের ফোনে পাওয়া যায়নি। সিগারেটগুলো থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/ইমরুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]