
পূর্ব শক্রতার জের ধরে সাভারে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন। ৩ এপ্রিল, বুধবার সকালে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বেড়াইদ এলাকায় বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ ও স্থানীয় সন্ত্রাসী জাকিরের লোকজনের মধ্যে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষে এসময় নারী ও পুরুষ উভয়ে জড়িয়ে পড়ে।
এসময় সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৩০ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর একদিন আগে সেখানে দফায় দফায় আওয়ামী লীগ নেতা আরিফ আহমেদের লোকজনকে ব্যাপক মারধর করেন প্রতিপক্ষ জাকিরের লোকজন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি শাহজামান বলেন,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]