
পূর্ব শক্রতার জের ধরে সাভারে চারজনকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ২ এপ্রিল, মঙ্গলবার সকালে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সকালে বেড়াইদ এলাকায় জামাল, কালাম, লুৎফর রহমান ও ইদ্রিসকে পিটিয়ে গুরুতর আহত করে জাকির গং ও তার লোকজন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় তারা লাটি সোঁটা দিয়ে একটি অফিসও ভাঙচুর করে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি জামাল বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]