সাভারে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণ: ৫ গাড়িতে আগুন, নিহত ২
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৮:৪০
সাভারে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণ: ৫ গাড়িতে আগুন, নিহত ২
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার অদূরে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় একটি তেলের ট্যাংকার উল্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর লাগা আগুনে ওই ট্যাংকারসহ মোট ৫টি গাড়ি পুড়ে গেছে। এসময় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।


২ এপ্রিল, মঙ্গলবার ভোর ৫টা ৩৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি গাড়ি চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ফায়ার সার্ভিস জানায়,ঢাকা আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় পাথর দিয়ে ইউটার্ন করছিলেন সড়ক বিভাগ। ভোরে একটি তেলবাহী ট্যাংকার গাবতলী থেকে সাভারের দিকে যাওয়ার সময় জোড়পুল এলাকায় পৌছলে ইউটার্নের পাথরে লেগে তেলবাহি ট্যাংকারটি উল্টে গিয়ে ভয়াবহ আগুন ধরে। এসময় মুহুর্তের মধ্যে তেলবাহী ট্যাংকারের পাশ দিয়ে যাওয়ার সময় আরও ৫টি গাড়িতে ভয়াবহ আগুন লাগে।


আগুনে ২ জন নিহত হয়। এছাড়াও আগুনে আরও ৩ জন দগ্ধসহ আহত হয় অন্তত ১০ জন।


খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ও নিহত ২ জনের লাশ উদ্ধার করে। এঘটনায় ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। নিহত ২ জনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।


এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জামান বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।


বিবার্তা/শরীফুল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com