
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বসতবাড়িতে তল্লাশি করে ১৮ কেজি গাঁজাসহ মোনেম ভূইয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী ও মোটরসাইকেল ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা সদস্যরা।
৩১ মার্চ, রবিবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে মাদকগুলো উদ্ধার করা হয়েছে।
আটক মোনেম ভূইয়া ওই এলাকার রাজ্জাক ভূইয়ার ছেলে। তার বিরুদ্ধে বিজয়নগর ও সদর থানায় মোটরসাইকেল ছিনতাই সহ ১০-১৫ টি মাদক মামলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় একটি মাদক মামলা ও একাধিক গ্রেফতারি পরোয়ানা মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]