
টাঙ্গাইলে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়ে শীর্ষক প্রকল্পের শিক্ষকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
১ এপ্রিল, সোমবার দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমি হল রুমে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দুধর্মীয়, কল্যাণ ট্রাস্টের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন প্রমুখ।
এছাড়াও জেলার ১২টি উপজেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাঙ্গাইলে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়ে শীর্ষক প্রকল্পের শিক্ষকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের ১৪৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
বিবার্তা/ইমরুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]