
পাহাড়ের প্রধান উৎসব বৈসাবীকে ঘিরে খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী “আদিবাসী পণ্য সামগ্রীর বিশাল মেলা” শুরু হতে যাচ্ছে কাল সোমবার (১ এপ্রিল ২০২৪) থেকে।
খাগড়াছড়ি জেলা শহরের প্রাণকেন্দ্র স্লেইস গেইট সংলগ্ন নিউজিল্যান্ড সড়কের মুখের মাঠে এ মেলার উদ্বোধন করবেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
১ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত বার দিন ব্যাপী এ মেলায় পাহাড়ের সংস্কৃতি, বিনোদন, ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি থাকবে নানা আয়োজন। এ মেলায় পাহাড়ের রকমারি পণ্য, খাবার, ঐতিহ্যবাহী বলি খেলাধুলা, জলকেলি (পানি খেলা), মেলা চলাকালীন সাংস্কৃতিক সন্ধ্যা, ঢাকা চটপটি হাউজ ও আকর্ষণীয় লটারির আয়োজন।
মেলায় আসা শিশুদের বাড়তি বিনোদনের জন্য এ মেলায় রাখা হচ্ছে নাগরদোলা, রেলগাড়ীর। শুধু তাই নয়, ৬৮টি স্টলে নানা রকমারি স্টলে ভিন্ন ভিন্ন পণ্য সামগ্রী নিয়ে থাকবেন তরুণ উদ্যোক্তারাও। এখানে বৈসাবীর আনন্দকে দ্বিগুণ করে তুলতে নেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। যেখানে থাকবে মেলায় আসা মোটরসাইকেলসহ গাড়ি পার্কিং এর শৃঙ্খলায় স্বেচ্ছাসেবক দল।
আয়োজক কর্তৃপক্ষ জানান, খাগড়াছড়ি বৈ-সা-বী উদ্যাপন কমিটি-২০২৪ এর আয়োজনে পাহাড়ের সংস্কৃতি,ঐতিহ্যকে তুলে ধরে পাহাড়ের মানুষকে বৈসু, সাংগ্রাই, সংক্রান্ত, বিজু, বিহু, বিষু উপলক্ষ্যে আদিবাসী পণ্য সামগ্রীর বিশাল মেলার আয়োজন করা হয়েছে। যেখানে পাহাড়কে সকলের মাঝে উপস্থাপনের পাশাপাশি আনন্দ ভাগাভাগি করা হবে বলে জানান।
অনুষ্ঠানে বৈসাবী মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক রবি শংকর তালুকদার এর সভাপতিত্বে খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এড.আশুতোষ চাকমা, ক্যজরী মারমা, শতরূপা চাকমা, নিলোৎপল খীসাসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ মেলা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দরা থাকবেন বলে জানান কর্তৃপক্ষ।
বিবার্তা/মামুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]