সাভারে ৩ ভুয়া সাংবাদিক গ্রেফতার
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১২:২৬
সাভারে ৩ ভুয়া সাংবাদিক গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোটরসাইকেলে বড় করে লেখা প্রেস, গলায় ঝোলানো প্রেস আইডি কার্ড আর হাতে বুম। বেশভূষায় তারা সাংবাদিক। চাঁদা না দিলে দেন গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি। কখনো কখনো পুনরায় গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে চাইতেন মোটা অঙ্কের টাকাও।


চাঁদা আদায়ের চেষ্টা করলে এলাকাবাসী কথিত তিন সাংবাদিককে আটক করে তুলে দেন র‍্যাবের হাতে।


৩০ মার্চ, শনিবার সকালে আশুলিয়া থানা থেকে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়।


এর আগে ২৯ মার্চ, শুক্রবার দুপুরে আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে এক ভুক্তভোগী বাড়ির মালিক বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।


গ্রেফতারকৃতরা হলেন মাগুরা জেলার মো. শহীদুল ইসলাম (৩৯), সিরাজগঞ্জ জেলার মো. শাহীন (৩২) ও যশোর জেলার মো. আরমান হোসেন (৩০)। তারা আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া থেকে আশুলিয়া, ধামরাই এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করে আসছিল।


র‍্যাব জানায়, সংঘবদ্ধ চক্রটি এলাকার সাধারণ মানুষের বাসায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা বা পুনরায় গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে বিভিন্ন কৌশলে বাড়ির মালিককে ভয় দেখিয়ে মোটা চাঁদা নিত।


তাদের কাছ থেকে একটি প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেল, সত্য প্রকাশ, সাপ্তাহিক আইন সমাজ, জে জে বাংলা টিভিসহ ৬টি বিভিন্ন মিডিয়ার আইডি কার্ড, ২৪ বিডি নিউজ ও এম টিভি নামে ২টি মিডিয়ার লোগোসহ বুম, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়েছে।


র‍্যাব ৪ সিপিসি ২-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়া আশপাশের এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com