
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাউখালী সরকারি বালক বিদ্যালয়।
২৭ মার্চ, বুধবার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পার সাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান প্রমুখ।
খেলায় ম্যান অব দ্যা সিরিজ হন মো. রেদোয়ান, ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান জয় দাস।
এর আগে গত ৭মার্চ থেকে শুরু হয় টুর্নামেন্ট। উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অংশ নেয় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিকেট দল।
বিবার্তা/রবিন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]