ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১৬:৩২
ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত ৫৫৮ জন নারীর প্রত্যেককে ১৮ হাজার ৩৩৩ টাকা করে মোট ১ কোটি ২ লক্ষ ২৯ হাজার ৮১৪ টাকা প্রদান করা হয়েছে।


২৭ মার্চ, বুধবার দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়নে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেন।


সংস্থার এপি ম্যানেজার নরেশ মারান্ডির সভাপতিত্বে এ সময় প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম, সংস্থার প্রোগ্রাম অফিসার বাটেল সরকার, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সাংবাদিক আসাদ, সংস্থার অন্যান্য কর্মকর্তাসহ উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো: বেলায়েত হোসেন বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় আজ আপনাদের নগদ অর্থ সহায়তা করা হলো। আপনারা এই অর্থ এমনভাবে কাজে লাগাবেন যাতে আপনাদের সংসারের আয়-উন্নতি হয়, কোনোভাবেই এ টাকা নষ্ট করবেন না।


আলোচনা শেষে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


বিবার্তা/বিধান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com