গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ২২:০৫
গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।


দিবসটি উপলক্ষ্যে ২৬ মার্চ, মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে শহরের পৌরপার্কের বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শুরু হয়।


শুরুতেই বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছসেবী সংগঠন ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।


পরে শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।


এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পরে জেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।


বিবার্তা/খালেক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com