
লালমনিরহাটে মাদক সেবনরত অবস্থায় আদিতমারি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীসহ চারজনকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
২৫ মার্চ, সোমবার রাতে লালমনিরহাট শহরের কোর্ট বিল্ডিংয়ের দক্ষিণ পার্শ্বে মডেল মসজিদ সংলগ্ন রেলের পরিত্যক্ত ভবন থেকে মাদক সেবনরত অবস্থা তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আদিতমারি উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকার মৃত আব্দুর রশিদ এর ছেলে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মাহফুজ ওরফে ডেন্টিস্ট (৩৮), তালুক খুটামারা এলাকার মৃত অপুর আলীর ছেলে নুর ইসলাম (৩৬), মডেল মসজিদ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মোস্তাফিজুর রহমান (৫২), মদিনাপাড়া এলাকার মৃত ফজলার রহমানের ছেলে নুরে হাসান সিদ্দিক (৩২)।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, আসামিদের পুলিশ আইনের ৩৪ (৬) ধারা মোতাবেক আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/তমাল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]