হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১৬:০৬
হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ও ভারতের দোলযাত্রা পূজা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দিন আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার রয়েছে স্বাভাবিক।


২৬ মার্চ, মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করছেন বাংলাহিলি সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।


তিনি বলেন, ভারতের দোলযাত্রা পূজা ও বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৫ ও ২৬ মার্চ দুই দিন থেকে আমদানি-রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।


আগামীকাল বুধবার (২৭ মার্চ) সকাল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম আবারও চালু হবে।


হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুইদেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/রব্বানী/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com