
পঞ্চগড়র তেঁতুলিয়া উপজেলায় ট্রলি থেকে পড়ে শুভ (১৪) নামের এক কিশোরের নিহত হয়েছে।
২৫ মার্চ, সোমবার বিকেলে জেলার তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউপির দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত কিশোর ওই ইউনিয়নের পাঠানপাড়া এলাকার পাথর শ্রমিক আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, শুভসহ তার বন্ধুরা দুপুরে মহানন্দা নদীতে যাওয়ার পথে একটি খালি ট্রলিতে উঠে। চলতে চলতে ট্রলি থেকে মাটিতে পড়ে যায় সে। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় যুবক তাকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতাল নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উদ্ধারকারী শাহজাহান জানান, ট্রলি থেকে মাটিতে পড়ে সে অজ্ঞান হয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে পানি দেই। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে সে মারা গেছে বলে জানান দায়িত্বরত চিকিৎসক।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন ট্রলি থেকে পড়ে কিশোর নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]