
গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার কর্তৃক ২১ মার্চ ২০২৪ তারিখের স্মারক নং ১৭.০০.০০০০.০৭৯.৪০.০০৪.২৪-১২৫ নং বিজ্ঞপ্তি মোতাবেক উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী সংযোজিত তফশিলে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন অফিসের গণবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আগামী ৮ মে, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি ভোট কেন্দ্রে একটানা ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের তফশিল অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৫ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৭ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ ৮ মে।
বিবার্তা/খালেক/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]