ফেনীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ২১:১৩
ফেনীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, জাতীয় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ফেনীতে খেলাঘরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


২৫ মার্চ, সোমবার বিকালে শহরের ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন।


তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে পাড়ায় পাড়ায় খেলাঘর আসর করতে হবে। নতুন প্রজন্মকে খেলাঘরের পতাকা তলে আনতে হবে। প্রজন্ম অসাম্প্রদায়িক ও বিজ্ঞানমনস্ক হলে মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠন হবে।


খেলাঘর জেলা কমিটির সহ-সভাপতি যতন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মনিরের সঞ্চালনায় বক্তব্য দেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ফেনী জেলা সভাপতি জাহাঙ্গীর আলম নান্টু, সহ-সভাপতি মঞ্জু রানী দেবী, মাস্টার জহির উদ্দিন টিপু, গিয়াস উদ্দিন ভুঞা, টিটো দত্ত, সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল বাশার, মাসুবুল আলম ভুঞা, আহমেদুল হক খোকন, সদস্য বকুল আক্তার দরিয়া, মাসুম বিল্লাহ ভুঞা, শামীম পাটোয়ারি, গাজী হানিফ, পলাশ দাস, হ্যাপি আক্তার, লিয়াকত হোসেন মজুমদার, সাবিনা ইয়াসমিন, স্বপ্নযাত্রা আসরের সভাপতি শহীদুল ইসলাম, সূর্যের হাসি আসরের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলার দর্পণ আসরের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন, জলকুড়ি আসরের সভাপতি মিহির কর, শতকুড়ি আসরের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, কদমফুল আসরের সাধারণ সম্পাদক ও আলোকধারা আসরের সদস্য চম্পামনি প্রমুখ।


অনুষ্ঠানে খেলাঘর জেলা কমিটি, সোনাগাজী ও পরশুরাম উপজেলা কমিটি এবং ১৬ আসরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহিদদের স্মৃতিস্তম্ভে প্রদীপ প্রজ্বলন করেন খেলাঘর নেতৃবৃন্দ।


বিবার্তা/মনির/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com