
গাইবান্ধায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে।
২৫ মার্চ, সোমবার দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা।
জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
এছাড়া বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. কামাল হোসেন, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সিভিল সার্জন ডা. আব্দুল্লাহেল মাফী, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রসেফর মো. খলিলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]