
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আজিজুল হক (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। নিহত আজিজুল হক ওই এলাকার মৃত কাছু মিয়ার ছেলে।
২৫ মার্চ, সোমবার উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে বজরা হলদিয়া গ্রামের কাচু মিয়ার ছেলে আজিজুল হক ও আব্দুর রহমানের ছেলে জহুরুল হকের লোকের মধ্যে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। সেখানেই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল মারা যান।
আহতরা হলেন- হাসান মিয়া, সোহেল মিয়া, রাজু মিয়া, জহুরুল হক, আবু বক্কর সিদ্দিক, শহিদুল ইসলাম, আলেমা বেগম ও আঞ্জুয়ারা বেগম।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, এ ঘটনায় নিহত আজিজুল হকের ছোট ভাই রাজু মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আলেমা বেগম ও আঞ্জুয়ারা বেগম নামে দুজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/শামীম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]