
‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট-শিল্পের বাংলাদেশ’ স্লোগানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পে’র আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় নির্বাচিত ২৬০০ জন পাট চাষির মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি-২০২৪ শুরু হয়েছে।
২৫ মার্চ, সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও মো. তাজ উদ্দিন।
উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার হাবিবা আক্তারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও পাট চাষীরা।
উল্লেখ্য, প্রত্যেক চাষিকে এক কেজি বিএডিসি রবি-১ পাট বীজ, ইউরিয়া সার ৬ কেজি, টিএসপি সার ৩ কেজি ও ৩ কেজি করে এমওপি সার দেওয়া হয়।
বিবার্তা/জামান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]