স্বামী সন্তানের নির্যাতনের প্রতিবাদে মায়ের সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ১৭:০৯
স্বামী সন্তানের নির্যাতনের প্রতিবাদে মায়ের সংবাদ সম্মেলন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীতে নিজ ছেলে ও স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে আছমা বেগম (৪৯) নামের এক নারী নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।


২৪ মার্চ, রবিবার দুপুরে প্রেস ক্লাব চিলমারীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোছা. আছমা বেগম।


লিখিত বক্তব্যে তিনি জানান, আমার স্বামী মো.নুর আমিন (৫৮) আনুমানিক ৩বছর আগে আমার বিধবা ভাগ্নি (বোনের মেয়ে) রম্নবাইনা খাতুনের নিকট থেকে তার স্বামীর পেনশনের ১০লক্ষ টাকা ধার নেয়। ধারের টাকা আমার স্বামী ও সন্তানরা পরিশোধ না করায় রম্নবাইনা খাতুন বিভিন্ন সময়ে আমার নিকট হতে সেই টাকা চায়। আমি অনেকদিন বলার পর আমার স্বামী ১লক্ষ টাকা পরিশোধ করেন। রম্নবাইনা খাতুন বাকী ৯লক্ষ টাকা চাইতে গেলে টাকা নেয়ার কথা অস্বীকার করেন এবং আমাকে টাকার কথা অস্বীকার করতে বলেন। আমি টাকা গ্রহণের কথা অস্বীকার না করায় বিভিন্ন সময়ে আমার উপর স্বামী, বড় ছেলে আশরাফুল ইসলাম ঐতিহ্য ও মেঝ ছেলে আশাদুজ্জামান আপেলসহ স্বামীর আত্মীয় স্বজনরা অমানুষিক নির্যাতন চালাইতে থাকে।


তিনি আরো জানান, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্যদের সাথে কথা বলায় তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি মারপিট করে শরীর ক্ষতবিক্ষত করে দেয়। এক পর্যায়ে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আমার শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে। ওই সময়ে আমার আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসা নিয়ে বর্তমানে আমি আমার নিজ ভাগ্নের বাড়িতে অবস্থান করছি।


এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান আছমা বেগম। বিষয়টি নিয়ে চিলমারী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।


এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোছা. রুবাইনা খাতুন, মো. বসা মিয়া, মো. কদুল হক, মো. মোখলেছুর রহমান প্রমুখ।


বিবার্তা/রাফি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com