
দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিদয় রায় নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রিদয় রায় দিনাজপুর পুলিশ লাইনসে কনস্টবল পদে কর্মরত ছিলেন। তিনি শনিবার রাতে মোটরসাইকেলযোগে ফুলবাড়ী থেকে পার্বতীপুরে আসছিলেন। পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের চান্দাপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় রিদয় মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পার্বতীপুর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]