
ঠাকুরগাঁয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ রমজান আলী নামে এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি পুলিশ)।
বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাতে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ থানাধীন ১০নং জাবরহাট ইউনিয়নের সেতারা পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ১২০ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করা হয়।
২২ মার্চ, শুক্রবার সন্ধ্যায় এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃত মাদক কারবারি রমজান আলী (২০) ওই গ্রামের মো. বাবুল ইসলামের ছেলে।
জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের নির্দেশনায় ডিবি পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলামের নেতৃত্বে এর অভিযান পরিচালনা করা হয় বলে জানায় জেলা গোয়েন্দা শাখা। এছাড়াও এ ঘটনায় গ্রেফতার মাদককারবারির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় ডিবি পুলিশ।
ডিবি পুলিশের ইন্সপেক্টর ও মামলার বাদি পুষ্পরঞ্জন দেবনাথ জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারি রমজান ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। প্রশাসন জানতে পেরে তাকে ধরতে জোড়ালো অভিযান পরিচালনা করে, অবশেষে গতকাল রাতে ১২০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা সম্ভব হয়। পরে তাকে আটক দেখিয়ে পীরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/বিধান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]