বগুড়ায় ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থী আহত
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০২:০৪
বগুড়ায় ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থী আহত
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়া শহরের কলোনী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী আহত হয়েছে।


বুধবার, ২০ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে শহরের কলোনী বেলজিয়াম মাঠ এলাকাতে এই ঘটনাটি ঘটে।


ঘটনার পর আহত শিক্ষার্থী রনি (১৮) কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।


আহত রনি জেলার সারিয়াকান্দি উপজেলার মাধুরাপাড়া গ্রামের আমজাত হোসেনের পুত্র ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ১ম বর্ষের ছাত্র।


বনানী ফাঁড়ির পুলিশ পরিদর্শক আশরাফ আলী স্থানীদের বরাত দিয়ে জানান, ইফতার শেষে রনি ও তার বন্ধুরা মেসে যাচ্ছিলো। পথের মাঝে একজনের সাথে তাদের ধাক্কা লাগে। এরপর বাকবিতন্ডা শুরু হলে দুর্বৃত্তদের মাঝে একজন রনিকে থাপ্পড় ও একপর্যায়ে দুর্বৃত্তরা রনিকে ছুরিকাঘাত করে। এঘটনার পরপর রনির বন্ধুরা তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তার পিঠে কয়েকটি ছুরিকাঘাতে জখমের চিহ্ন রয়েছে। বর্তমান তার অবস্থা আশংকামুক্ত।


পুলিশ আরও জানায়, এঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেওয়া হয়নি। এদিকে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের কাজ শুরু চলছে।


উল্লেখ্য যে, গত ২ মার্চ একই এলাকা শহরের কলোনিতে প্রকাশ্য দিবালোকে এক যুবক খুন হয়।


বিবার্তা/রাহেনুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com