
রাজশাহী মহানগরীর মতিহার থানার চরসাতবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে টাকা ও স্বর্ণ চুরির ঘটনায় এক চোরকে গ্রেফতার করছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। এসময় আসামির কাছ থেকে চুরি হওয়া ৪৮ হাজার টাকা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামি মো. আলিউল্লাহ বাঘু বাঘা (২৮) রাজশাহী মহানগরীর মতিহার থানার চরসাতবাড়িয়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর মতিহার থানার চরসাতবাড়িয়া গ্রামের রিকশা চালক মো. শফিকুল ইসলামের স্ত্রী গত ১৯ মার্চ রাতে তারাবিহর নামাজ পড়ার জন্য মসজিদে যান। এসময় তার স্বামীও বাড়িতে ছিলেন না। রাত সাড়ে ৯টায় নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় তাকে দেখে আসামি আলিউল্লাহ বাঘু হাতে শাবল নিয়ে পালিয়ে যায়। এরপর তিনি বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা ও তালা ভাঙ্গা। ঘরের ভিতরে গিয়ে দেখেন ওয়ারড্রপের ড্রয়ারের তালা ভেঙ্গে ১ লক্ষ ২০ হাজার টাকা ও ১ লক্ষ সাড়ে ৩৬ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে। মো. শফিকুল ইসলামের স্ত্রী আসামি আলিউল্লাহ বাঘু বাঘার বিরুদ্ধে এমন অভিযোগ করলে মতিহার থানায় একটি চুরির মামলা রুজু হয়।
আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো. মোবারক পারভেজের দিকনির্দেশনায় এসআই মো. মাসুদ রানা ও তার টিম চোরাই মালসহ আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করেন।
পরবর্তীতে মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৪টায় মতিহার থানা পুলিশের ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি আলিউল্লাহ বাঘু বাঘাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় আসামির কাছ থেকে চুরি হওয়া ৪৮ হাজার টাকা উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী ও মতিহার থানায় ৪টি মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/রানা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]