
চট্টগ্রামে সাড়ে নয় হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এর মধ্যে দুই জন নারী।
২০ মার্চ, বুধবার ভোরে কোতোয়ালি মোড়ের জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- খালেদা বেগম (৩২), মো. মনির (৪৯), রেহেনা আক্তার (২২) ও মো. সফিকুল ইসলাম (৩৪)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কোতোয়ালি থানাধীন কোতোয়ালি মোড়ের জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর চেক পোস্ট পরিচালনা করে চার জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৯৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
কোতোয়ালি থানা ওসি ওবায়েদুল হক বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা রুজু হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]