
ঠাকুরগাঁওয়ে ‘দিলখুশ’ নামে একটি নতুন মাদকসহ প্রায় ১১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
১৮ মার্চ, সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, রবিবার দিবাগত রাত ১টার দিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ পাড়িয়া নিটল ডোবা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের রাবিনুর রহমান (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করা হয়। এ সব মাদকের মধ্যে রয়েছে এ্যাম্পুল ইনজেকশন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, দিলখুশ ট্যাবলেট, নিউরোবিওন ইনজেকশন ও ডেক্স মেথাসন ট্যাবলেট। এসবের মূল্য প্রায় ১১ লাখ টাকা।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, রাবিনুর রহমানসহ তার সহযোগীরা মিলে ভারত থেকে চোরাইপথে এ মাদকগুলো বিক্রির জন্য দেশে নিয়ে আসে। এর মধ্যে ভারত দিয়ে চোরাই পথে আসা দিলখুশ নামে নতুন মাদকটি জেলায় এই প্রথম পুলিশের হাতে জব্দ হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির উপস্থিত ছিলেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]