
কুড়িগ্রামের চিলমারীতে গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) মাধ্যমে কাজ শুরু হওয়ায় খুশি হয়েছেন স্থানীয়রা। কারণ কাঁচা রাস্তার দুর্ভোগ থেকে পরিত্রাণ পাবে কয়েক শত পরিবার।
স্থানীয়রা বলছেন, বৃষ্টি নামার আগেই রাস্তার কাজ শেষ হলে অনেকটাই দুর্ভোগ থেকে পরিত্রাণ পাবেন।
জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়নের দফতরের আওতায় গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) মাধ্যমে উপজেলার রমনা মডেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গোলাপ হাজীর বাড়ি হতে মিজানুর রহমানের দোকান পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার রাস্তার কাজ শুরু হয়েছে। কাজটি করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মালেক ট্রেডার্স উলিপুর।
সরেজমিনে ওই ওয়ার্ডে গিয়ে স্থানীয় আলমগীর হোসেন, সাবেক মেম্বার দেলাবর, কাপড় ব্যবসায়ী জলিল হকের সাথে কথা হলে তারা বলেন, বন্যা-বৃষ্টি সময় এই রাস্তা দিয়ে হাঁটা যেতো না। এখন রাস্তার কাজ হচ্ছে আর সমস্যা নেই। অনেক দিনের দুর্ভোগ থেকে এখন আমরা স্থানীয়রা পরিত্রাণ পাবো।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, এই এলাকার মানুষের বড় দুর্ভোগ ছিল রাস্তাটি। মাটির রাস্তা হওয়ায় বিশেষ করে বৃষ্টির সময় যাতায়াত করা মুশকিল হত। এই এলাকায় কয়েকশত পরিবার আছেন যারা প্রতিনিয়ত রাস্তাটি ব্যবহার করেন। রাস্তার কাজ শুরু হওয়ায় অনেকটাই দুর্ভোগ কমবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, মানুষের দুর্ভোগ কমাতে এইচবিবি প্রকল্পের আওতায় রাস্তার কাজ শুরু হয়েছে। অফিস থেকে কাজ তদারকি করা হচ্ছে সবসময় যাতে কাজটি সঠিক ভাবে শেষ হয়।
বিবার্তা/রাফি/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]