
হবিগঞ্জে কলেজছাত্র তাহসিন হত্যা মামলার শাফি মিয়া (২০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১।
রবিবার (১৭ মার্চ) বিকেলে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) ও সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
মাহফুজুর জানান, গত ২৭ ফেব্রুয়ারিতে মাহফুজা সুলতানার ছেলে সৈয়দ রাইসুল হক তাহসিন (১৯) এবং ভাগিনা নিহাল আহমেদ মাহি এইচএসসি নির্বাচনী পরীক্ষা দেওয়ার জন্য বের হয়। উভয়ে একই কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। ঘটনার দিন তাহসিনকে তারা নির্বাচনী পরীক্ষা চলাকালীন খাতা দেখানোর জন্য অনুরোধ করে। কিন্তু হত্যাকারীরা কথা অনুযায়ী পরীক্ষা ভালো করার জন্য খাতা দেখায়নি, কর্ণপাতও করেনি। পরীক্ষার পর কলেজের সামনে মাঠে মান্না মিয়া (২০), জুয়েল (২১), রিহাদ মিয়া (২১) ও রাতুল মিয়া (২৩) তাহসিনকে ঘেরাও করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পাশাপাশি তারা তাকে থুথু নিক্ষেপ করে। এর প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয়।
পুলিশ কর্মকর্তা জানান, এরপর গত ফেব্রুয়ারিতে তাহসিন বইমেলায় গেলে তারা তাকে অনুসরণ করে এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় মান্না নামে একজন তাকে ছুরিকাঘাত করে। পরে তাহসিনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা মাহফুজা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত দেখিয়ে একটি হত্যা মামলা করেন। সেই মামলার ৪ নম্বর আসামি শাফি। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]