
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সামনেই পূবালী মিত্র নামে এক সহকারী শিক্ষিকাকে পিটিয়েছেন হুমায়ুন কবির নামে আরেক সহকারী শিক্ষক।
শনিবার (১৬ মার্চ) বিকালে ঘটনাটি ঘটেছে উপজেলার আলামপুর দক্ষিণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
এ ঘটনায় ১৭ মার্চ, রবিবার ভুক্তভোগী শিক্ষিকার পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়, স্কুলেই কথা কাটাকাটির এক পর্যায়ে সহকারী শিক্ষক হুমায়ুন কবির আরেক সহকারী শিক্ষিকা পূবালী মিত্রকে কিল-ঘুষি মেরে আহত করেছেন। বিদ্যালয় চত্বরে শিক্ষিকাকে পেটানোর ঘটনা শিক্ষার্থীদের সামনেই ঘটেছে।
আহত সহকারী শিক্ষিকা পূবালী মিত্র জানান, স্কুলে প্রায় সময় সহকারী শিক্ষক হুমায়ুন কবির আমাকে উল্টা পাল্টা কথাবার্তা বলেন। এর প্রতিবাদ করতে গেলেই আমাকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে থাকেন। বিকাল ৩টার দিকে স্কুল চত্বরে আমাকে উল্টা পাল্পা কথাবার্তা বলেন সহকারী শিক্ষক হুমায়ুন কবির। আমি প্রতিবাদ করা মাত্রই আমাকে কিল-ঘুষি মেরে আহত করেন তিনি।
সহকারী শিক্ষক হুমায়ুন কবির জানান, আমি তাকে মেরেছি এটাই। এর থেকে আর বেশি কিছুই বলতে পারবনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার জানান, কি কারণে তাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে তা আমার জানা নেই। তবে বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পূবালী মিত্রকে এভাবে মারাটা ঠিক হয়নি।
তিনি আরো জানান, বিদ্যালয়ে এসব ঘটনার বিষয়ে আমি উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আমি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]