
ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
১৭ মার্চ, রবিবার ঝিনাইদহ সরকারি উজির আলী স্কুল মাঠে মরহুমের দ্বিতীয় জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।
জানাযার আগে রাষ্ট্রীয়ভাবে জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে সম্মান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
জানাযা শেষে মরহুম আব্দুল হাইকে শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংগঠন।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনারুল আজিম আনার, ঝিনাইদহ-৩ আসনের সাংসদ সালাহউদ্দীন মিয়াজী, ঝিনাইদহ-১ আসনের সাংসদ নাসের শাহরিয়ার জাহেদি মহুলসহ বিভিন্ন জেলা থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আব্দুর হাই গতকাল (১৬ মার্চ) ব্যাংককের একটি বেসরকারি হাসপাতালে ভোর ৬টার দিকে মৃত্যুবরণ করেন। তিনি আওয়ামী লীগ থেকে ৫ বারের নির্বাচিত সাংসদ ও ৩ বারের নির্বাচিত জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]