
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ১৭ মার্চ, রবিবার সকালে মোংলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এরমধ্যে রয়েছে আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মহফিল। এসময় উপস্থিত ছিলেন বেগম হাবিবুর নাহার এমপি।
এছাড়া উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী পুলিশ সুপার (মোংলা-রামপাল) মুশফিকুর রহমান তুষার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বেগম হাবিবুর নাহার এমপি সহ উপজেলা প্রশাসন। এছাড়া এ দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিবার্তা/জাহিদ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]