
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সাভারে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৭ মার্চ, রবিবার দুপুরে সাভারের বিরুলিয়ার প্রিয়াংকা শ্যুটিং জোনে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বিরুলিয়াসহ বিভিন্ন এলাকার কয়েকশ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনি, আলু, ছোলা, মুড়িসহ নিত্য প্রয়োজনীয় পণ্য।
এ আয়োজনের সার্বিক সহযোগিতা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান সজল। খাদ্য সামগ্রী বিতরণে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মণি।
এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]