
পর্যটন নগর শ্রীমঙ্গল শহরের ব্যস্ত সড়কগুলোর পাশে একটি চক্র অবৈধ পার্কিং করে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি করেছে। এতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ পথচারীদের। বিষয়টি আমলে নিয়ে শ্রীমঙ্গল শহরের প্রদান সড়কগুলোতে অবৈধ পার্কিং করে যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
১৬ মার্চ, শনিবার অভিযানে নামে পুলিশ। এতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।
এসময় শহরের চৌমুহনা চত্বর থেকে হবিগঞ্জ সড়কের ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত রাস্তার দু পাশের অবৈধ পার্কিংকারীদের রাস্তার পাশ থেকে সরিয়ে দেন তিনি। অবৈধ পার্কিং কারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারিও দেন-পরবর্তীতে যারা রাস্তার পাশে অবৈধ পার্কিং করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি বিনয় ভূষণ রায় এসময় বলেন, ‘রোজার মাস চলছে, সামনে পবিত্র ইদ। শহরে চলাচলে সাধারণ মানুষের কষ্ট হয় এই ধরনের কাজ করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
এ সময় উপস্থিত ছিলেন ট্র্যাফিক পরিদর্শক মো. মিজানসহ থানা পুলিশের একটি টিম।
বিবার্তা/কাউছার/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]