
কক্সবাজারের উখিয়ায় মা ও বোনের সামনে পুকুরে ডুবে আমিনুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
১৫ মার্চ, শুক্রবার দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের ভাদিতলী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু আমিনুল একই এলাকার আব্দুল আজিজ ওরফে লালুর ছেলে। সে পালংখালী রহমানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
স্বজনদের বরাত দিয়ে পালংখালী ইউপি চেয়ারম্যান মো. গফুর উদ্দিন চৌধুরী বলেন, দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের ভাদিতলী এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে গোসলে নামে আমিনুল ইসলাম। এক পর্যায়ে সে পুকুরের পানিতে ডুবে গিয়ে হাবুডুবু খাচ্ছিল।
পরে পুকুর পাড়ে থাকা তার মা ও বোন তাকে অবচেতন অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/ফরহাদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]