
বরিশালের মেঘনা নদীর তীর থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল মাঝির (৬০) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৬ মার্চ, শনিবার সকাল নয়টার দিকে জেলার হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া এলাকার নদী তীরে সয়াবিন ক্ষেতে এ ঘটনা ঘটে। নিহতের বসতঘরের মাত্র দেড়শ গজ দূরে এ ঘটনা ঘটেছে। দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর।
এ মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করেছে নিহতের স্ত্রী। তার দাবি, ধুলখোলা ইউনিয়ন চেয়ারম্যান জামাল ঢালির সঙ্গে তার স্বামী জামাল মাঝির তর্কবিতর্ক হয়েছে। এর জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি নিহতের স্ত্রীর।
নিহত আওয়ামী লীগ নেতা জামাল মাঝি (৬০) পালপাড়া গ্রামের মৃত কাদের মাঝির ছেলে। তিনি (জামাল মাঝি) উপজেলার ৬ নম্বর ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর পালপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারী।
নিহত জামালের স্ত্রীর অভিযোগ, ইউনিয়ন চেয়ারম্যান জামাল ঢালির নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়েছে। শুক্রবার দিনগত রাতে ধুলখোলা ইউনিয়ন চেয়ারম্যান জামাল ঢালির সঙ্গে আমার স্বামীর (জামাল মাঝি) তর্কবিতর্ক হয়। তখন চেয়ারম্যান জামাল ঢালি আমার স্বামীকে হত্যার হুমকি দেন। আজ (শনিবার) সকালে নদীর তীরে আমার স্বামীর রক্তাক্ত লাশ পেয়েছি।
নিহত জামাল মাঝির স্ত্রী আরও বলেন, চেয়ারম্যান জামাল ঢালি কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের লোক। আমার স্বামী জামাল মাঝি স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের রাজনীতি করতেন। এ নিয়েই দ্বন্দ্ব চলছিল।
হিজলা থানার ওসি জুবাইর বলেন, পালপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এছাড়া থানায় কেউ লিখিত কোন অভিযোগও দেননি বলে জানান ওসি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]