
দিনাজপুরের খানসামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে কৌশিক রায় (২০) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে ৯টার দিকে উপজেলার জয়গঞ্জ বাজার এলাকার উত্তর বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৌশিক রায় ওই এলাকার রাম কৃষ্ণ রায়ের ছেলে।
সে আলোকঝাড়ী ইউনিয়ন ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক ও ৩নং ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিজ বাড়ির ওয়াশরুম থেকে বের হওয়ার সময় অসাবধানতাবশত নির্মাণাধীন টিনের দরজায় হাতের স্পর্শ হলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। টের পেয়ে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৫ মার্চ, শুক্রবার শ্মশানে দাহ কার্য সম্পন্ন করা হবে বলে তার পরিবার জানিয়েছেন।
খানসামা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ বলেন, দলীয় প্রোগ্রামে বা ব্যক্তিজীবনে তার সাথে আর দেখা হবে না। কৌশিক খুব ভাল ছেলে ও ছাত্রলীগের জন্য নিবেদিত প্রাণ ছিল। তাকে হারিয়ে আমরা মর্মাহত। উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, এটি একটি অপমৃত্যু।
অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে। এ ধরনের মৃত্যু কখনোই কাম্য নয়। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু হার রোধে সকলকে সবসময় সজাগ থাকতে হবে।
বিবার্তা/জামান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]