৬ বছরের সাজার ভয়ে ১২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ১৮:৫০
৬ বছরের সাজার ভয়ে ১২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ বছরের সাজাপ্রাপ্ত জিনের বাদশা মোশারফ হোসেন মশা ১২ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।


১৩ মার্চ, দিবাগত রাত দেড়টায় গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই প্রলয় কুমার বর্মার নেতৃত্বে এএসআই মোমিনুর রহমান, এএসআই হাবিবুর রহমান দরবস্ত ইউনিয়নের করতোয়া নদীর দুর্গম চর চক রহিমাপুর এলাকা হইতে তাকে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃত ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ মোশারফ হোসেন ওরফে মশা গোবিন্দগঞ্জ থানার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ি গ্রামের বাবলু মিয়ার ছেলে।


গোবিন্দগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায় সাজাপ্রাপ্ত আসামি মোশারফ ২০১২ সালে সিরাজগঞ্জ জেলার জিনের বাদশার প্রতারণার মামলা নং জিআর- ৫০৮/১২ (সিরাজ) এর আসামি ছিলেন। ওই মামলায় সিরাজগঞ্জ জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এর বিচারক আসামি মোশারফ কে প্রতারণার দায়ে ৬ বছরের সাজা প্রদান করেন।


সাজার রায় ঘোষণার পর হতে আসামি মোশারফ হোসেন পলাতক ছিলেন। আসামির বিরুদ্ধে আরো ৩টি মামলা আছে।


গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সাজাপ্রাপ্ত আসামিকে আগামীকাল কোর্টে চালান করা হবে।


বিবার্তা/খালেক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com