
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামে চরদৌলতপুর সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে ৩ দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সমাপনী অনুষ্ঠানে শত শত ভক্তরা নামযজ্ঞ শুনতে আসেন। মন্দির চত্বর ছিল উৎসব মুখর পরিবেশ।
এসময় নামযজ্ঞ পরিবেশন করেন ইতনা লোহাগড়ার গৌর গিরিধারী সম্প্রদায়, খুলনার পাইকগাছার আদি গোবিন্দ মন্দির সম্প্রদায়, মাগুরার রাইধনি সম্প্রদায়, সাতক্ষীরার শিবসংঘ সম্প্রদায়, গোপালগঞ্জ প্রভুজী সম্প্রদায়, পিরোজপুরের ব্রজের কানাই সম্প্রদায়, সর্গীয় সন্ধ্যারানী সম্প্রদায় নড়াইল। অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন, সাতক্ষীরার রাধা গোবিন্দ রীলা সম্প্রদায় দল, বগুড়ার সৌভাত সম্প্রদায় দল ।
চরদৌলতপুর সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বিজন কুমার সেনের সভাপতিত্বে নামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরদৌলতপুর সর্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক রীনা বিশ্বাস, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যুৎ কুমার সেন প্রমুখ।
ভক্তগণ ধর্মীয় বাণী শুনেন মাঝে মাঝে উলুধ্বনিতে মুখরিত করে গোটা মন্দির চত্বর। পরে রাতে ভক্তদের মাঝে প্রশাদ বিতরণ করা হয়।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]