
নীলফামারীর ডিমলায় ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মেরাজ আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) নীলফামারীর একটি দল।
মঙ্গলবার (১২ মার্চ) শেষ বিকেলে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি ডাঙ্গা পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।সে ওই গ্রামের গফফার উদ্দিনের ছেলে।
নীলফামারী ডিএনসি সূত্রে জানা যায়, মেরাজ আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন এমন গোপন সংবাদ নিশ্চিত হয়ে মঙ্গলবার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
পরে রাতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মেরাজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। এই ফেন্সিডিল উদ্ধার চলমান অভিযানেরই একটি অংশ।
বিবার্তা/ সুজন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]