
রাজধানীতে মানবপাচার ও জাল ভিসা দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে আটক করেছে এনএসআই।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে এনএসআই ঢাকা উইং ও মতিঝিল থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, উজ্জ্বল খাঁন ও মোছা. রোজিনা। এ সময় তাদের কাছ থেকে জাল ভিসা (গলাকাটা ভিসা), টাকা লেনদেনের চেক ও দলিল জব্দ করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, ৭ জন ভুক্তভোগীর কাছ থেকে ৩৫ লাখ টাকার বিনিময়ে তুরস্ক পাঠানোর কথা হয় চক্রটির। এখন পর্যন্ত ভুক্তভোগীরা সাড়ে সাত লাখ টাকা তাদের হাতে দিয়েছে। টাকা নেওয়ার পরও তাদের আর বিদেশে পাঠায়নি চক্রটি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]