গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ১৯:১৪
গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে সমতলে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৯৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।


১২ মার্চ, মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।


এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: শরিফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিক।


আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১ম-৫ম শ্রেণীর ৫০জন শিক্ষার্থীকে জনপ্রতি ২৪০০ টাকা, ৬ষ্ট-১০ম শ্রেণীর ২৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬০০০ টাকা একাদশ-দ্বাদশ শ্রেণীর ১৩ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৯৬০০ টাকা এবং ১০ জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়।


জেলা প্রশাসক নাহিদ রসুল বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com