
কুড়িগ্রামের চিলমারীতে তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন (সুহৃদ)।
১১ মার্চ, সোমবার ৬ষ্ঠ পণ্ডিত বইমেলার চতুর্থ দিন চিলমারী সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় প্রায় ৪ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজন হলেই রোগীদের বিনামূল্যে রক্ত দেওয়া হবে এই ডেটাবেজ থেকে।
রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সবাইকে রক্তদানের উপকারিতা সম্পর্কে জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আরিফ হাসান আকাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহরিয়ার ইসলাম সজিব, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ফিরোজ আহমেদ বুলবুল, মো. লিটন ও সংগঠনের সহ প্রতিষ্ঠাতা মেহেদী হাসান শান্ত প্রমুখ।
বিবার্তা/রাফি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]