
বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এইচ ই মিস্টার রিনচেন কুয়েনসিল বলেছেন, চিলমারী নদীবন্দর ও নৌ-রুট একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং নৌ-রুট। আমার বিশ্বাস এই বন্দরটি পুরোপুরি চালু হলে ও নৌ-রুটটি সচল হলে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ভুটান উপকৃত হবে।
১১ মার্চ, সোমবার সকালে কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. বিপ্লব হাসান পলাশ (এমপি), ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রি ভুটানের ডিজি চ্যামিটেসরিন, চিফ ট্রেড অফিসার কিনলে ইয়াংজন, ভুটানের ঢাকা এ্যাম্বাসির কাউন্সিলর জিকরেল টাসরিন, বেজার মহাব্যবস্থাপক (অর্থ বাজেট) শেখ মোঃ যোবায়েদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন, নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক, চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ
পরিদর্শন শেষে জেলা পরিষদ ডাক বাংলোয় অতিথিদের জন্য স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানে ভাওয়াইয়া গান পরিবেশন করা হয়। পরে তিনি সোনাহাট স্থলবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]